সিরিয়াল কিসার ইমরান হাশমী | Unknown Facts About Emran Hashmi | The Serial Kisser | BanglarTrick



বলিউডে সিরিয়াল কিসার বা কিসের দেবতা বলতে যাকে বুঝানো হয় তিনি হচ্ছেন ইমরান হাশমি। "আশিক বানায়া আপনে" থেকে শুরু করে "জহর" বা "জন্নত" বা আকসর সবকিছুতেই তিনি অনস্কিনে ধামাকা করেন। তো চলুন জেনে নেওয়া যাক এই অভিনেতার কিছু অজানা তথ্যঃ

🔰 ইমরান আনোয়ার হাশমী ২৪ মার্চ ১৯৭৯ সালে মুম্বাইতে জম্মগ্রহন করেন।

🔰 তিনি ২০০৩ সালে ফুটপাত মুভির মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন। কিন্তু সেসময় সেই ছবিটি তেমন একটা সাড়া ফেলতে পারেনি।

🔰 ২০০৪ সালে তার অভিনীত মার্ডার মুভিটি তার জীবনের প্রথম ব্লোকবাস্টার মুভি ছিলো।

🔰 ইমরান হাশমী তার ছেলে ক্যান্সার থেকে আরোগ্য লাভের পর "The Kiss of Life: How a Superhero and My Son Defeated Cancer" নামের একটি বই লেখেন। যেটা ২০১৬ সালে প্রকাশিত হয়।

🔰 ইমরান হাশমি এসিটেন্ট ডিরেক্টর হতে চেয়েছিলো। যার জন্য তার রিলেটিব মহেশ ভাটের সাথে এসিটেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করা শুরু করেন। কিন্তু তার কাজের প্রতি মনোযোগ না থাকায় মহেশ ভাট ইমরান হাশমিকে ২০০৩ সালে ফুটপাত মুভিতে অ্যাড করে এবং তাকে চলচিত্র জগতে নিয়ে আসেন।

🔰 পূজা ভাট, রাহুল ভাট এবং আলিয়া ভাট ইমরান হাশমির কাজিন।

🔰 ইমরান হাশমি তার নাম চেন্জ করে ফারহান হাশমি রেখেছিলেন কিন্তু পরবর্তিতে চলিচিত্র জগতে আসার পর তিনি আবার তার নাম ইমরান হাশমিতেই ফিরে আসেন।

🔰 যদিও তিনি ডিরেক্টর বা এসিটেন্ট ডিরেক্টর হতে পারেন নি তারডরেও তিনি তার ছবি Raaz মুভিটিতে এসিটেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।

💠 তার ফিল্মি ক্যারিয়ার 💠

ইমরান হাশমি এখন পর্যন্ত ৩৬টা ছবিতে অভিনয় করেছে যার মধ্যে,

🔰 ফ্লপ - ১১ টি
🔰 বিলো এভারেজ - 2
🔰 এভারেজ - 2
🔰 এভোব এভারেজ - 2
🔰 ডিজাস্টার - ৬ টি
🔰 হিট - ৫ টি
🔰 সুপারহিট - ২ টি
🔰 ব্লোকবাস্টার - ২ টি


তার মুভি গুলো ফ্লপ বা খুব বেশি জনপ্রিয় না হলেও তার প্রতিটি মুভির গান গুলো সবসময় সুপারহিট হয়ে থাকে বা জনপ্রিয় হয়ে যায় এবং খুব দ্রুতই মানুষের মনে গান গুলো জাইগা করে নেই।

🌀 তার আপকামিং দুটো মুভি হচ্ছে মার্ডার ৪ যেটা ২০২০ এ রিলিজ হবে এবং তারপর অমিতাব বচ্চনের সাথে চেহেরে আসবে যেটা ২০২১ সালে রিলিজ পাবার কথা।
🔍 সোর্সঃ Indicine, BOI, GG, Hangama