Use Kali Linux On Android Browser | Don't Need To Download Any Files | Without Any Root | Hacking Tutorial 2020

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো,
কিভাবে আপনারা কোনো কিছু ইনস্টল না করে যাস্ট আপনার Android ফোনের ব্রাউজারটির মাধ্যমে জনপ্রিয় হ্যাকিং টুল "কালি লিনাক্স" ব্যবহার করবেন। সো আর দেড়ি না করে চলুন শুরু করা যাক....


.
যাদের ইতিমধ্যে এটি জানা আছে তারা ইগনোর করতে পারুন

সো প্রথমেই আপনারা আপনার ফোনে থাকা যেকোনো একটি ভালো ব্রাউজার অপেন করুন। যেমনঃ ক্রোম, ফায়ারফক্স বা পুফিন। তারপর গুগলে চলে যান এবং সার্চ করুন linuxzoo অথবা আপনারা সরাসরি এখানে ক্লিক করে আমার সাইট হতে তাদের সাইট ভিজিট করুন


.
*সাইটটি অপেন হবার পর, স্কিন শর্টে দেখানো অপশনে ক্লিক করুন এবং Register For An Account সিলেক্ট করুন।



.
*তারপর আপনারা নিচের স্কিন শর্টের মতো সবগুলো অপশন ফিলআপ করে দিন নিজ নিজ তথ্য দিয়ে। পাশাপাশি যে ইমেল দিয়ে একাউন্ট খুলবেন সেই ইমেলটিও ভেরিফাই করে নিন।


.
*একাউন্ট ভেরিফাই হবার পর সাইটে চলে আসুন এবং Join Queue অপশনে ক্লিক করে দিন।

.
*এখন আপনারা স্কিন শর্টের মতো Kali 1.0.6 এবং Fresh Linux Install Image সিলেক্ট করুন। তারপর Switch On নামক বাটনে ক্লিক করুন। মনে রাখবেন যদি Kali সিলেক্ট না করেই সুইচ অন করে দিন তাহলে এটা কাজ করবেনা।

.
*Boot Progress কম্পলিট হবার আগপর্যন্ত অপেক্ষা করুন। এটা কমপ্লিট হতে সর্বোচ্ছ ৪০/৫০ সেকেন্ড সময় লাগবে।

.
*বুট কমপ্লিট হয়ে গেলে Connect অপশনে ক্লিক করুন এবং নিচের দিকে থাকা JavaScript VNC অপশনে ক্লিক করুন।
.
*তারপর নতুন একটি ট্যাব অপেন হবে। এখানে আপনারা Other সিলেক্ট করে কন্টিনিউ করবেন।
.
*এখানে আপনারা ইউজারনেম root লিখে লগিন অপশনে ক্লিক করুন।
.
*পাসওয়ার্ড বক্সে kali লিখবেন। তারপর লগিন করবেন।
.
*লগিন হবার পর ১মিনিট সময় নিতে পারে তারপর উপরের দিকে টার্মিনাল আইকন চলে আসবে। সেটাতে ক্লিক করবেন।

.
*তারপর নিচের স্কিন শর্টের মতো টার্মিনাল ইমুলেটর আপনাদের অপেন হয়ে যাবে। এখানে আপনারা সবকিছু ইউজ করতে পারবেন।


///📍 জেনে রাখুন 📍\\\



  • প্রথমত এইখানে আপনারা সহযেই কিবোর্ড ইউজ করতে পারবেন না। কিভাবে কিবোর্ডটা অপেন করতে হবে ব্যবহার করতে হবে সেটা এখানে এভাবে বোঝানো সম্ভব না, তাই আপনারা ইউটিউব বা গুগলের সাহায্য নিন।
  • দ্বিতীয়ত এখানে আপনারা যে একাউন্টটি খুললেন সেই একাউন্টটি মাত্র ১৩ দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। এরপর এই একাউন্ট ডিলেট হয়ে যাবে এবং তারপর আপনাকে আবার নতুন ভাবে এখানে একটি একাউন্ট খুলে এই সুবিধা গ্রহন করতে হবে।


  • তো এই ছিলো আজকের পোষ্ট। আশা করি সবাই সবকিছু বুঝতে পারছেন। যদি কোনো জাইগাতে বুঝতে অসুবিধা হয় তাহলা কমেন্টে জানান। ধন্যবাদ...


    সর্বপ্রথম প্রকাশিতঃ TechyWorld.Best


    যেকোনো প্রয়োজনে,
    • টেলিগ্রাম গ্রুপঃ Join Now
    • মেসেন্জার গ্রুপঃ Join Now