Mr. Handsome খ্যাত ঋত্বিক রোশন এর অজানা কিছু তথ্য | Unknown Facts About Hrithik Roshan | DHOOM 4
2 minute read
প্রথম সিনেমা দিয়ে রাতারাতি তারকা হয়ে ওঠা এবং লক্ষ লক্ষ দর্শকের হৃদয়ে জায়গা তৈরি করে নেয়া বলিউড সুপারহিরো ঋত্বিক রোশন। এই তারকার রয়েছে লক্ষ লক্ষ ভক্ত এবং অনুসারী। সো চলুন তার সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাকঃ
🔰 ঋত্বিক রোশন ১০ জানুয়ারি ১৯৭৪ সালে মুম্বইয়ে এক প্রখ্যাত পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন।
🔰 তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক-প্রাপ্ত অভিনেতাদের অন্যতম। তিন ছ’টি ফিল্মফেয়ার পুরস্কারসহ বহু পুরস্কার অর্জন করেছেন।
🔰 ২০০০ সালের বিশ্ব ভালোবাসা দিবসে ঋত্বিক জানান মেয়ে ভক্তদের কাছ থেকে প্রায় ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন। (সোর্সঃ TKSS)
🔰 ৬ বছর বয়সে ঋত্বিক তার জীবনের প্রথম ‘আশা’ নামের একটি হিন্দি ছবিতে অভিনয় করেন তবে একজন সাইড ড্যান্সার হিসেবে। যার ফলে এটাকে প্রাধান্য দেওয়া হয়না।
🔰 এবছর ২০১৯ সালের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এজেন্সির জরিপে তিনি বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হিসেবে খ্যাতি অর্জন করেন। (সোর্সঃ TKSS, GG)
🔰 তার বোন সুনয়না শেয়ার করেছেন, প্রতি ছবির জন্য আলাদা আলাদা পারফিউম ব্যবহার করেন হৃত্বিক রোশন। ছবির শুটিং শেষ হয়ে গেলে সেই পারফিউম আর কখনও ছুঁয়েও দেখেন না। এমনকি ‘কৃশ’ ছবিতে দ্বৈত চরিত্র ‘রোহিত’ এবং ‘কৃষ্ণ’র জন্য নাকি দুটি ভিন্ন পারফিউম ব্যবহার করেছিলেন হৃতিক। (সোর্সঃ TKSS)
🔰 হৃত্বিক রোশনের মোট সম্পত্তির পরিমান প্রায় $105 M (২০১৮ এর তথ্যানুসারে)
🔰 ছোটবেলায় তোতলামির রোগ ছিল ঋত্বিক রোশনের। পরবর্তীতে অনেক চিকিৎসার পর তিনি ভালোভাবে কথা বলতে সক্ষম হনন।
🔰মাত্র ২১ বছর বয়সে মারাত্মক রোগে আক্রান্ত হন এই তারকা এবং চিকিত্সক জানিয়েছিল, ওর জেনেটিক ডিজঅর্ডার রয়েছে। নাচ বা কোনও অ্যাকশন করতে পারবে না। আর সেই ঝুঁকি নিলে বছর পাঁচেক হুইলচেয়ারে কাটাতে হবে। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করেন ঋত্বিক। (সুনয়না)
🔰 বলিউড জগতে ঋত্বিকের একমাত্র কাছের বন্ধুটি হচ্ছেন উদয় চোপড়া। স্কুল জীবন থেকেই এই দুই তারকার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।
🔰 ‘কাহনা পেয়ার হে’ ছবিটি ঋত্বিকের আগে বলিউড বাদশা শাহরুখ খানকে অফার করা হয়। এবং প্রধান চরিত্রটি শাহরুখ খানের পছন্দ না হলে পরবর্তীতে ঋত্বিক রোশনকে নেয়া হয়।
🔰 হৃত্বিক রোশন প্রচুর বই পড়তে ভালোবাসেন। যখনই সময় পান তখনি তিনি বই পড়েন। (সোর্সঃ সুনয়না)
🔰 টিনএইজ বয়সে ঋত্বিক নায়িকা মধুবালা এবং পারভিন বেবির প্রেমে পড়েছিলেন এবং তা তিনি নিজে স্বীকার করেন ।
🔰 চলচ্চিত্র জগতে পদার্পণ করার পূর্বে বাবা রাকেশ রোশনের সহকারীর দায়িত্ব পালন করেন ঋত্বিক। শুধু তাই নয় সেটে একজন স্পটবয়ের কাজ হিসেবে মেঝে পরিষ্কার এবং অভিনেতা-অভিনেত্রীদের চা পরিবেশনের কাজও করতে হয় তাকে।
সোর্সঃ "সুনয়না, TKSS, গুগল"