How To Install Toolkit For FB In Android Phone | Full New Update Trick
আজ আমি দেখাবো কিভাবে আপনারা আপনার ফোনে Toolkit For FB এক্সটেনশন টি ইনস্টল করবেন
Toolkit For FB হচ্ছে একটি ক্রোম এক্সটেনশন, যার মাধ্যমে ফেসবুকের যাবতীয় সকল গুরুত্বপূর্ন কাজ গুলো খুবই সহয ভাবে করা যায়। প্রায় ৩০টিরও বেশি টুলস রয়েছে এই একটি এক্সটেনশনের মধ্যে।
তবে বর্তমানে এই এক্সটেনশনটি ক্রোম ওয়েবস্টোরে পাওয়া যাচ্ছেনা। এটা রিমুব করে দিয়া হয়েছে। কেন রিমুব করে দিয়া হয়েছে সেটা তারাই একমাত্র ভালোভাবে বলতে পারবে। বাট আমি আজকে দেখাবো তারপরেও কিভাবে আপনারা এই এক্সটেনশনটি আপনার এন্ড্রোয়েড ফোনের ব্রাউজারে ইনস্টল করবেন।
"কারো জানা থাকলে ইগনোর করতে পারেন"
প্রথমেই আপনারা গুগল প্লে স্টোর থেকে 50 এমবির এই সুন্দর ব্রাউজারটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। পাশাপাশি এই ফাইলটি ডাউনলোড করে নিন। [ ফাইল ৯ এমবি ]
তারপর ব্রাউজারটি অপেন করে নিন এবং কর্নারে ক্লিক করুন।তারপর নিচের দিকে এক্সটেনশন নামক অপশনে ক্লিক করুন।
তারপর উপরের দিকে ডেবলোপার মোড অপশনটি এনাবল/অন করে দিন।
তারপর Load নামক অপশনে ক্লিক করুন। তারপর ডাউনলোড করা ফাইলটি এখানে আপলোড করে দিন।
তারপর এক্সটেনশনটি আপলোড হয়ে যাবে। আপলোড হবার পর এক্সটেনশনটি এনাবল করে দিন।
এখন থেকে আপনি যদি এই এক্সটেনশনটির কোনো সুবিধা নিতে চান সেক্ষেত্রে কর্নারে ক্লিক করবেন তারপর সবার নিচে দেখবেন Toolkit For FB লেখা থাকবে। সেখানে ক্লিক করবেন। তাহলেই সব অপশন চলে আসবে।
ঠিক এভাবেই আপনারা এই এক্সটেনশনটি আপনার ফোনে ব্যবহার করতে পারবেন। আসলে সবকিছু আগের মতোই, শুধু মাত্র ব্রাউজারটা ভিন্ন। আগে হয়তো Firefox বা yandex দিয়ে ব্যবহার করতেন। বাট এখন সেটা শুধু মাত্র Kiwi Browser দিয়ে ব্যবহার করতে হবে। যাস্ট এতুটুকুই পার্থক্য।
ব্যাস এই ছিলো সকল নিয়মকানুন। কেউ কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর যদি পোষ্টটি খারাপ লাগে তাহলে কেন খারাপ লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট আউল ফাউল কথা বলবেন না।
নোটঃ অনেকেরই জানা আছে এই জিনিসটা, বাট যারা জানেনা তাদের জন্যই মূলত এটা পোষ্ট করলাম।
যেকোনো প্রয়োজনে,
Toolkit For FB হচ্ছে একটি ক্রোম এক্সটেনশন, যার মাধ্যমে ফেসবুকের যাবতীয় সকল গুরুত্বপূর্ন কাজ গুলো খুবই সহয ভাবে করা যায়। প্রায় ৩০টিরও বেশি টুলস রয়েছে এই একটি এক্সটেনশনের মধ্যে।
তবে বর্তমানে এই এক্সটেনশনটি ক্রোম ওয়েবস্টোরে পাওয়া যাচ্ছেনা। এটা রিমুব করে দিয়া হয়েছে। কেন রিমুব করে দিয়া হয়েছে সেটা তারাই একমাত্র ভালোভাবে বলতে পারবে। বাট আমি আজকে দেখাবো তারপরেও কিভাবে আপনারা এই এক্সটেনশনটি আপনার এন্ড্রোয়েড ফোনের ব্রাউজারে ইনস্টল করবেন।
"কারো জানা থাকলে ইগনোর করতে পারেন"
প্রথমেই আপনারা গুগল প্লে স্টোর থেকে 50 এমবির এই সুন্দর ব্রাউজারটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। পাশাপাশি এই ফাইলটি ডাউনলোড করে নিন। [ ফাইল ৯ এমবি ]
তারপর ব্রাউজারটি অপেন করে নিন এবং কর্নারে ক্লিক করুন।তারপর নিচের দিকে এক্সটেনশন নামক অপশনে ক্লিক করুন।
তারপর উপরের দিকে ডেবলোপার মোড অপশনটি এনাবল/অন করে দিন।
তারপর Load নামক অপশনে ক্লিক করুন। তারপর ডাউনলোড করা ফাইলটি এখানে আপলোড করে দিন।
তারপর এক্সটেনশনটি আপলোড হয়ে যাবে। আপলোড হবার পর এক্সটেনশনটি এনাবল করে দিন।
এখন থেকে আপনি যদি এই এক্সটেনশনটির কোনো সুবিধা নিতে চান সেক্ষেত্রে কর্নারে ক্লিক করবেন তারপর সবার নিচে দেখবেন Toolkit For FB লেখা থাকবে। সেখানে ক্লিক করবেন। তাহলেই সব অপশন চলে আসবে।
ঠিক এভাবেই আপনারা এই এক্সটেনশনটি আপনার ফোনে ব্যবহার করতে পারবেন। আসলে সবকিছু আগের মতোই, শুধু মাত্র ব্রাউজারটা ভিন্ন। আগে হয়তো Firefox বা yandex দিয়ে ব্যবহার করতেন। বাট এখন সেটা শুধু মাত্র Kiwi Browser দিয়ে ব্যবহার করতে হবে। যাস্ট এতুটুকুই পার্থক্য।
ব্যাস এই ছিলো সকল নিয়মকানুন। কেউ কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর যদি পোষ্টটি খারাপ লাগে তাহলে কেন খারাপ লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট আউল ফাউল কথা বলবেন না।
নোটঃ অনেকেরই জানা আছে এই জিনিসটা, বাট যারা জানেনা তাদের জন্যই মূলত এটা পোষ্ট করলাম।
যেকোনো প্রয়োজনে,